তোমাকে দেখার পর
ভুলে গিয়েছিলাম সন্ধ্যার গোধূলির কথা,
নির্জন দুপুরের একাকীত্ব
উবে গিয়েছিল কর্পূরের মতো ,
শীতের রুক্ষতা হারিয়ে ছিল
ফাগুনের আগমনী সংবাদে,
আশ্বিনে ডেকেছিল বান
শুষ্ক মরূভূমিতে জেগেছিল সরোবর,
নীড় হারা পাখি আমি
ফিরে ছিলাম সন্ধ্যার বাতাসে,
রাতে ফোঁটা হাসনাহেনার সাথে
জোনাইয়ের লুটোপুটি খেলা,
নতুন চাঁদের মতো ক্ষণিকের দেখা
তন্দ্রাচ্ছন্ন মন স্বপ্নে বিভোর,
পুব আকাশে আলোর রেখা
একি স্বপ্ন! নাহ্, বাস্তব
সামনে ধু ধু বালুচর।