অরিত্রিক ছন্দ ৮+৬ (অক্ষর বৃত্ত)
মনের সকল কথা বলি কার কাছে
বলা যাবে যথাতথা নেই লোক পাছে।
সদা হতাশায় ভুগি নাহি প্রেমে নারী
কার মনে চলি জুগি থাকে মন ভারী।
স্থান পায় না’তো কভু কারো মনে আমি
আমার কথাটা তবু জানে অন্তর্যামী।
এত ব্যথা মনে নিয়ে চলি দীর্ঘ পথে
ব্যথা মনে গেলে দিয়ে দুখে প্রাণে রথে।
ক্যামনে গো পাবো মুক্তি বিষন্নতা থেকে
আছে কি এমন শক্তি মোরে রাখে বেঁকে।
আমি একাকিত্ব বোধ ঘুচাতে যে চাই
ম্লান কে করিবে রোধ সেজন তো নাই।
রচনাকালঃ
০১/০৮/২০২১
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
“মনের সকল কথা বলি কার কাছে
বলা যাবে যথাতথা নেই লোক পাছে”।– বিষ্ণণতায় না ভুগে খুঁজে নিতে হবে কথা বলার মানুষ।
সুস্থ আর ভালো থাকবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ
হালিমা আক্তার
বিষন্নতা মানুষকে তিলে তিলে হত্যা করে। আল্লাহ সবাইকে এ থেকে মুক্ত রাখুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম…
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
সাবিনা ইয়াসমিন
মনের সকল কথা কেবল অন্তর্যামী ভালো জানেন।
আমাদের উচিত সর্বস্থায় তার শরণাপন্ন হওয়া।
শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম…
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
সাবিনা ইয়াসমিন
একই জবাব সবাইকে কপি করে দিচ্ছেন!! জবাব লিখতে এত আলসেমি হলে প্রতিদিন কবিতা লেখেন কীভাবে??
জাহাঙ্গীর আলম অপূর্ব
তা না।