জ্বলে অপরাজেয়

শেহজাদ আমান ২৩ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার, ০২:৪১:১২অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

গিলোটিন আমাদের থামাতে পারেনি
গ্যাস চেম্বারে আমরা মরিনি
জার্মান বোমায় ভয় পাইনি
তালিবানকে তোয়াক্কা করিনি

আমরাই বাস্তিল ভেঙ্গেছি
বার্লিন ওয়াল আমরাই গুড়িয়েছি
থামিয়েছি তিয়েনআনমেনের দানবীয় ট্যাঙ্ক

ঢাকায় আমরাই ছিলাম রুমি,বদি,জুয়েলের ক্র্যাক সহযোদ্ধা
আমরাই ছিলাম ল্যাটিন আমেরিকার জঙ্গলে চের সাথী
আমেরিকার আনাচে-কানাচে মারটিন লুথারের সহযোগী

আমরাই ওয়াল স্ট্রীটে তাবু গড়ি
আমরা তকসিমে স্লোগান দেই
তাহরীর স্কয়ার প্রকম্পিত করি

আজ অবধি আমাদের কেউ থামাতে পারেনি
আপনি কি করে পারবেন, হে মহামান্য !

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ