ব্রিটেন বলতে বেশিরভাগ মানুষের মনে আসে “ব্রিটিশ রাজত্বে সুর্য অস্ত যায়না” , এই কথাটি। বিরাট শক্তিধারী এক রাজত্ব । কত দেশ এর কলোনি ছিল। আর জানে এর রাজা রাণী দের কিছু নাম ,যেমন রাণী ভিক্টোরিয়া আর রাণী এলিজাবেথের কথা।
তারপরে মানুষ ব্রিটেন বেড়াতে আসলে ভিজিট করে ব্রিটিশ রাজত্বের রাজধানী “লন্ডন” শহর ।তার সাথে দেখে বেড়ায় বাকিংহাম প্যালেস, পার্লামেন্ট ভবন, রিজেন্ট পার্ক, পিকাডেলি সার্কাস, আর Trafalalgar-Square । তারপরে থেমস রিভারে ক্রুজ করে আর লন্ডন ব্রিজ দেখে নিয়ে রিজেন্ট পার্ক আর হাইড পার্ক দেখা শেষ করে।
কিন্তু এসব তো সব সময় ছিল না।
অনুসন্ধানী মন শুধু এগুলো নিয়েই পড়ে থাকেনা ।
মনে আসে “কে এরা ? কোথা থেকে এসেছে? কেমন ছিল আগের জীবন। কি খেতো? জীবিকা কি ছিল? পোশাক কেমন ছিল? সমাজ কেমন ছিল? মেয়েদের জীবন কেমন ছিল? সবসময় তো এরকম কলোনি করা দেশ ছিল না ,বরং এরাকেই কলোনি করেছিল কেউ।
বিজলী,গ্যাস,কয়লা কিছুই ছিল না । রাস্তায় বাতি তো দূরের কথা রাস্তায় ছিল না। কি ভাবে চলা চল করত?
আজ আমরা অনুসন্ধান চালাবো সেই অনেক আগের পুরানো ব্রিটেন নিয়ে।
২টি মন্তব্য
হালিমা আক্তার
ছোট বেলা বাংলা সিনেমায় দেখতাম নায়ক ডাক্তারি পড়তে বিলেত যায়। সেই বিলেতের অজানা কাহিনী জানতে চাই। অপেক্ষায় রইলাম।
নার্গিস রশিদ
অনেক ধন্যবাদ আপু। সঙ্গে থাকুন ।