জানা অজানা বিলাতের গল্পঃ প্রাগৈতিহাসিক ব্রিটেন 
প্রি-হিস্টরিক ব্রিটেন অর্থাৎ ইতিহাসের অনেক আগের ব্রিটেনঃ 
ব্রিটেন ভূখণ্ড টি অনেক আগে মূল ভূমির সাথে যুক্ত ছিল ।সমুদ্রের পানি উঁচু হয়ে গেলে এটি  বিচ্ছিন্ন একটি দ্বিপে পরিণত হয় ।
ব্রিটেনের দৃশ্য পট ছিল একেবারে অন্য রকম । বড়ো বড়ো ফার্ন আর পাইনের ঘন জঙ্গলেে পরিপুর্ন একটি  ল্যান্ড । নয় লক্ষ বছর আগে আরকেওলজিস্ট  রা Homo-antecesso নামক এক মানব শ্রেণির ফুট প্রিন্ট পান  নরফল্কে । সবই আফ্রিকা থেকে আসা ।
তারপর তাঁরা পাঁচ লক্ষ বছর আগের Homo-Hidelbergensis নামক মানব শ্রেণীর আর একটি শাখার ফসিল পান সাসেক্সে ।
চার লক্ষ বছর আগের Neanderthasl  নামক মানব শ্রেণীর আর একটি শাখার ফসিল পাওয়া যায় কেন্টে ।
তারপর হান্টার গ্যাদারার হিসেবে হোমো সোফিয়ান শ্রেণীর আগমন  প্রায় ১৪ হাজার বছর আগে , যারা কিনা সব রকম ওয়েদারে টিকে যেতে  পারে।
কিন্তু বসতি করে থেকে গেছে যারা তারা হল জার্মান থেকে আসা  Paleollthic settlers । আটলান্টিক মহা সাগরের তীরবর্তি অঞ্চল ওয়েলসে,সেখানে  তাদের ঘর বাড়ির চিহ্ন পাওয়া গেছে ।
“মাইগ্রেন্ট” ব্যাপারটি নুতুন নয়। একস্থান থেকে আর এক স্থানে গিয়ে বসতি গড়া মানব জাতির একটা নিয়ম । বিভিন্ন কারনে মানুষ মাইগ্রেন্ট হয়। “আউট অফ আফ্রিকা” এই ব্যাপারটি ঘটে ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে।
লৌহ যুগে কেলটিক পিপল এখানে এসে বসতি করে ।তারপর নেদার ল্যান্ড ,নরওয়ে এবং সুইডেন থেকে মানুষ এসে এখানে বসতি করে । তাদের জীবন জীবিকা ছিল মাছ ধরা। এবং তারা ব্রিটেনের উত্তরে নর্থ সিএর তীর ঘেসে স্যাটেল হয় ।
হয় ৮ম শতাব্দী তে জার্মান থেকে এংলোসেক্সন (Anglo-Sexon ) রা আসে । তাহলে বলা যায় “ব্রিটিশ ” বলে কোন আলাদা জাত নাই । বিভিন্ন স্থান থেকে আসা মানুষের মিলন হল ব্রিটিশ ।
তথ্য সূত্রঃ
What do we know about Prehistoric Britain ,BBC Bite size
Prehistoric Britain,Wiley Blackwell Studies in Global
First Britons, Natural History Museum
Prehistoric Britain British Museum
The Atlantic celts ,Jame Simon
ছবিঃ উইকিপেডিয়া
১১২জন ৩৪জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ