জানা অজানা বিলাতের গল্পঃ    ১০৬৬-১৪৮৫ লেট মেদিভ্যাল পিরিয়ড ,কিছুটা সভ্যতার দিকে যাত্রা

 

ব্রিটেন থেকে রোমান পিরিয়ড  চলে যাবার পরে অ্যাংলো স্যাক্সান ক্ষমতায় আসে। তাদের ধর্ম ছিল ‘প্যাগাস’ অর্থাৎ চাঁদ সুর্জ প্রকৃতি । তারপরে খ্রিস্টিনিয়াটি আসে ৫৯৭ বিসি । রোমের শাসন আমলে খ্রিস্টিনিয়াটির  গোরা পত্তন হয় ।

হেস্টিঙ্গস এর যুদ্ধ যেখানে হয়

 

নরম্যান্ডি  হল একটা  ভ্যাইকিং গ্রুপ যারা  ফ্রান্সের পশ্চিম দিকে বসতি আরম্ভ করে এবং সেখান থেকে ব্রিটেনে আসে। তারা হল নরওয়ে,সুইডেন এবং হল্যান্ড  থেকে আসা মানুষ।

উইলিয়াম ১ নরম্যান্ডি দি কনকোয়ার

১০৬৬ সালে উইলিয়াম অফ নরম্যান্দি রাজা হ্যারল্ড কে হেস্তিংস এর যুদ্ধে পরাজিত করে ক্ষমতায় আসে । তিনি এসে দেশের প্রথা,সরকার,ভাষা এবং আর্কিটেকচারের  পরিবর্তন আনেন ।

উদাহরণ স্বরূপ বলা যায়ঃ

 

তার করা দুর্গ

১) ইংলিশ ভাষার উন্নয়ন ফ্রেঞ্চ ভাষাকে সরিয়ে ইংলিশ ভাষার প্রাধান্য ২) ব্যাবসার উন্নয়ন । উল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা ৩) আর্ট কালচার আর  সাহিত্যের উন্নতি ৪) মিউজিক গান বাজনার ব্যাবহার বৃদ্ধি হয় ধর্মীয় উৎসবে এবং থিয়েটারে। ৫) দরিদ্র আর অসুস্থ দের সাহায্য বৃদ্ধি  ৫) আর্কিটেকচার এর উন্নতি এবং অনেক দুর্গ নিরমান করে দেশের প্রতিরক্ষা সুদ্রিহ করে।

এই ভাবে উইলিয়াম নরম্যানডি ব্রিটেনে এক নুতুন এরার গোরাপত্তন করে।

তথ্য সূত্রঃ

A Brief History of Britain (1066-1485) Nicholas Vincent

A Bit About Britain’s History ,Mike Biles

Medival England,1066-1485 ,F.M . Powlcke

An Introduction to Medieval England 1066-1485 English Heritage

 

 

 

৬৫জন ১১জন
0 Shares

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ