জন্ম দাগ

নাজমুল হোসেন নয়ন ১৮ মার্চ ২০২২, শুক্রবার, ১০:৪৩:০৪পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

অনাবশ্যক সংযতচিত্তে গুটি বসন্তের মতো

আমি জেগে উঠেবো পৃথিবীর নির্জন তম গ্রামের মোড়লের মুখে। আমার জন্ম দাগ মুছতে স্নো, পাউডার মাখতে থাকবে মোড়ালের বিগত তিন প্রজন্মের আউশধানের মতো নরম রমনীরা। অনাগত মোড়ালের নাতবউয়ের সাথে প্রণয়ের দ্বায়ে  আমি রাজবন্দী। তাঁকেই আমি হদিস দেবো কার উদরে আছে আমার জন্ম দাগ। পৃথিবীর মোড়লদের  মুখে গুটি বসন্তের দাগ হয়ে আমি বার বার জেগে উঠবো মহিষের মত নির্জন চোখ নিয়ে ,  আমাকে মুছে ফেলতে চাও? তবে মুখের স্নো,পাউডারের জোগান কমিয়ে মহামাতৃতের উদরে খোঁজ কর সেই  জন্ম দাগ।

৪৭২জন ৪১২জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ