ছুটে চলি

কামরুল ইসলাম ৪ জুন ২০২১, শুক্রবার, ১০:১০:২১অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

ছুটে চলি যদি

সময় হয় অথৈ নদি

তবুও ছুটে চলি বেশ

হয় না দিগন্তের শেষ

আশায় থাকি,  বাসায় ভাসি

এক বুকে কত কান্না হাসি

পুষে রাখি রোজ

কেউ রাখে না তার খোঁজ

তবু ছুটে চলি

আযাচিত পদাবলি

ক্লান্তি হীন নিরলস

জীবনের উৎকর্ষ    ।।

 

রচনা কাল ঃ ০৪/০৬/২০২১

ঢাকা

৬৭৫জন ৬০৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ