এই স্বপ্নের সিড়ি আমার নয়
যখন ছিল তখন তুমি ছিলে না
আজ তুমি আমার, হয়ত সে কারনেই
স্বপ্ন গুলো সব তোমায় ঘিরে।
বৃষ্টি ভেজা সেদিনের কথা
জানি না আজ তোমার মনে পড়ে কি না ?
তুমি বিশ্বাস কর আর না কর সেদিন
আমার খুব হিংসে হচ্ছিল বৃষ্টির প্রতি,
তুমি যখন দুহাত প্রসারিত করে স্পর্শ নিচ্ছিলে বৃষ্টির
মনে মনে ভেবেছি কেন বৃষ্টি হলাম না
আমি যে তোমায় হারাতে চাই, তুমি শুধুই আমার।
এই মুহুর্ত আসবে না ফিরে
দিন ফুরালেই,
স্মৃতি হয়ে রবে দুজনার স্মৃতির পাতাতেই
হাজারও চেষ্টা সব ব্যর্থ
পেছন কি আর ফিরে পাওয়া যায় ?
তবে কেন নয়..বর্তমান, হোক সবার
দুঃখের সাথে সুখের একটু পরশ।
সে যে ডাকিয়া কয়
তবুও বেশ
একাকিই শেষ,
ক্ষতি করিনি কাউকে তবুও আজ
পৃথিবী আমায় দিল যে বিদায়….
৬টি মন্তব্য
খসড়া
চোখের জলের হয়না কোন রং
তুবু না না রঙের ছবি তারা আকে
ধরতে গেলে——
তুমি আমি এক
অনেক ভালো লাগলো পড়ে , হতাশা কে কাটিয়ে উঠে নতুন করে বাঁচার প্রত্যয় ।
জিসান শা ইকরাম
কবিতাটি অন্তরকে স্পর্শ করে গেলো ভাই —-
ব্লগার সজীব
এই মুহুর্ত আসবে না ফিরে
দিন ফুরালেই,
স্মৃতি হয়ে রবে দুজনার স্মৃতির পাতাতেই
হাজারও চেষ্টা সব ব্যর্থ
পেছন কি আর ফিরে পাওয়া যায় ?
তবে কেন নয়..বর্তমান, হোক সবার
দুঃখের সাথে সুখের একটু পরশ।—- খুব সুন্দর (y)
আফ্রি আয়েশা
সরল সুন্দর কবিতা 🙂
মিসু
আসলেই চোখের জলের হয়না কোন রং -{@ (y)