চেয়ে থাকি অমৃত সুধায়

মোঃ মজিবর রহমান ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ০৫:০৮:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

চক্ষু সুন্দরের পুজারী
চেয়ে থাকে সুদুর প্রসারী
অন্ত জীবনে অনন্ত আশা
তুমি আমার যক্ষের ভালোবাসা।

রুপ কারিগর রুপের দান
তারই প্রজা রুপেরই রায়ত
দেখি মুখিয়ে তারি পান
রুপ সুধায় পুজি সতত।

যতই দেখিব ততই সাধিব
রুপ্সাগরে বিচরণে ডুবিব
রুপ মাধুরী রুপ যাদুতে
মন হরিনী রুপ মোহিতে।

মনোলোভা,
চোখ সুন্দরের পুজারী
তাই আমি সুন্দরেই পুজি।

৫৯৩জন ৫০৮জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ