চাওয়া

খাদিজাতুল কুবরা ২৩ মে ২০২২, সোমবার, ০৫:২১:২০অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

বহুদিন ধরে পাওয়া হয়নি যা চাই,

অক্ষরে অক্ষরে ললিতকলা সাধন করেনি কবি।

কেন কবি?

এ তোমার ভারি অন্যায়!

প্রকৃতি মাতার কোলে শুয়ে আমায় কি পড়েনা মনে?

যদিবা পড়ে কবিতা ঘুমায় কেন নিঝুম বনে?

যা-ই হোক কবি শুনবোনা অযুহাত,

এবার চাই-ই চাই একখানা কাব্যিক চিরকুট!

বলোনা যেন ” তুমিই কবিতা রাজকন্যা “!

জানোত,

তোমার শব্দ অলংকার চোখেমুখে ছড়ায় আবীর!

ভালোবাসা মাথার মুকুট, গলায় মনিহার!

পরশে নেভে দুঃখের যত হলকা আঁচ।

হে আমার কবি,

এ নিঠুর ধরনীতে তুমিই সুখের সোনারঙ ছবি!

হয়তো কবিতাই আমাদের মিলনস্থল,

এ জনমে খুলবেনা দূরত্বের শাস্ত্রীয় শেকল।

অগস্ত্য যাত্রায় ফুল ছিঁটাতে পারবেনা,

পাবেনা দেখতে লোবানে মোড়ানো আমার শব!

তাই বলছি একখানা কবিতা লিখ, আর তাতে দেখে নাও মন ভরে আমার দেহসৌষ্ঠব!

জানি তুমি ঠিক বুঝে নেবে, এখানে দেহের শাব্দিক শরীর নয়,

এ যে আমার প্রেমের অভিরুপ!

৬২৮জন ৫০৩জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ