সকালে নাস্তার টেবিলে বসে বান্ধবীর ফোন পেলাম । বান্ধবী হাঁপাতে হাঁপাতে বললো , কাল তো বড় বিপদ থেকে বেঁচে গেছি । ও এক দমে অনেক কথা বলে যাচ্ছে . আমি ধৈর্য ধরে ওর কথা সুনে যা বুঝলাম তা হল, ওর বাসা মিরপুর-১০ এ ,গত রাতে ওর বাসার নিচতলার গ্যরেজে পেট্রোল বোমা মেরেছে । যার ফলে আগুন ধরে যায় । ওখানে কোন মানুষ বা গাড়ি না থাকায় ক্ষয় ক্ষতি হয় নি । তবে আগুন নেভাতে বেগ পেতে হয়েছ । এলাকার জনগণ খোঁজ নেয়া শুরু করে কে বা কারা এই কাজ করেছে । তারা জানতে পারল অবরোধ বা হরতালের জন্য বোমা মারা হয়নি । তাহলে কেন এই আক্রমন ? পরে জানতে পারল, এটা আক্রমন নয় । তাহলে কি? উত্তর এল এটা ছিল উল্লাস । এটা আবার কেমন উল্লাস? আবার উত্তর কাদের মোল্লার ফাঁসীর উল্লাস ।
আমরা অবশ্যই কাদের মোল্লার ফাঁসিতে আনন্দ করব । কিন্তু এ ধরনের আনন্দ করে, ভয়ভীতি দেখিয়ে উল্লাস প্রকাশ কতটকু যুক্তিযুক্ত ? এই আনন্দে আমরা ঘরে কতখানি নিরাপদে থাকতে পারি ?
৮টি মন্তব্য
রিমি রুম্মান
এটা অসুস্থ উল্লাস। শুভ বুদ্ধির উদয় হোক তাদের।
জি.মাওলা
hom
তন্দ্রা
এটা কোন সুস্থ মানুষের উল্লাস হতে পারেনা।
এটা অমানুসের কাজ।
জিসান শা ইকরাম
এটি খুবই খারাপ উদাহরণ
নিন্দা প্রকাশের ভাষা নেই।
স্বপ্ন
এ কেমন আনন্দ ? ছি ছি ।
খসড়া
জি মওলা বলেছেন হোম
এই উল্লাস আমাদের ই সৃষ্টি কিন্তু এই বোমা যে বানিয়েছে তার খোজ করা উচিত। তাদের ধরে ধরে শাস্তি দেয়া উচিত
লীলাবতী
খসড়া বলেছেনঃ জি মওলা বলেছেন হোম
এই উল্লাস আমাদের ই সৃষ্টি কিন্তু এই বোমা যে বানিয়েছে তার খোজ করা উচিত। তাদের ধরে ধরে শাস্তি দেয়া উচিত
শুন্য শুন্যালয়
ধরে উত্তম মধ্যম দেয়া উচিত ননসেন্স গুলোকে ..