- ফুলের রাণী ফুল কুমারী
গোলাপ বাগে ফোটে,
সৌরভ পেয়ে ভ্রমর সবে
গুনগুনিয়ে ছোটে।
- গোলাপ আছে গোলাপ বাগে
কত রকম ছবি,
গোলাপ দেখে যুগে যুগেই
কবিতা লেখে কবি।
- গোলাপ গাছে প্রচুর কাটা
মালিই শুধু জানে,
মধু খেয়েই ভ্রমর ঘুরে
ফুলের পানে পানে।
- ফুলের প্রেমে অলির গানে
মুগ্ধ করে সবে,
ফুলের কালে নতুন রুপে
বিশ্ব সাজে তবে।
- ভালোবাসা যাচনা হয়
গোলাপ ফুল দিয়ে,
ফুলের বাগে নানা ফুলের
কাঁন্না করে হিয়ে।
রচনাকালঃ
১০/০৭/২০২১
- স্বরবৃত্ত ছন্দঃ৪+৪/৪+২
মাত্রাবৃত্ত ছন্দঃ ৫+৫/৫+২
৬১৮জন
৫২৯জন
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ।।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ছন্দময় অপূর্ব প্রকাশ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা অফুরান।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ
হালিমা আক্তার
ছন্দের অপূর্ব প্রকাশ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল।