মরণ আসার আগে তুমি কি আর আসবে না?আমার স্যাঁতস্যাঁতে ভেজা আঙিনায়,প্রহর গোনে তোমার পাড়ের কচি ঘাস!কত জল গেছে বয়ে,কত ইতিহাস যাচ্ছে ক্ষয়ে…
সেই অনেক দিন আগেকার কথা তুমি কি আর বলবে না?যখন তোমার কেউ ছিলো না…নদী ছিলো না,এত ফুল ছিলো না,পাখি ছিলো না,সবার কাছে ছিলে তুমি, চাষা অযোগ্য ভূমি!তখন শুধু তোমার বুকে ছিলাম ফুটে সেই কচি ঘাস আমি !
এখন তোমার ডালের ভার হয়েছে,দিনে কত পাখি আসে যায়,গান গায়, আবার ফিরে যায়…
আদিম সভ্যতার যেখানে উত্তরণ ঘটেছে,সেখানে আমি নিয়ন আলো দেখিনি,তাই আজো আমি তোমার পাখি হতে পারিনি!
ঋতুচক্রে সভ্য-দেহের দুই পাড়ের মাঝ দিয়ে কত বয়ে যায় তোমার নোংরা রক্ত জল,এখনও তোমারই অনন্ত অপেক্ষায় আমি নিশ্চল!
নির্জনে কত মৃত্যু হয়,সে খবর তো পাখি রাখে না,সেই পথে অজান্তে ঈশ্বরের লোম যদি খসে যায়,আবারও
যেন ফিরে আসি গঙ্গা তোমার-ই উপত্যকায়!
@ বাড়ি,
তারিখ-২১/০৫/১৩
সময়-১ঃ১০ দুপুর
৪টি মন্তব্য
লীলাবতী
নির্জনে কত মৃত্যু হয়,সে খবর তো পাখি রাখে না,সেই পথে অজান্তে ঈশ্বরের লোম যদি খসে যায়,আবারও
যেন ফিরে আসি গঙ্গা তোমার-ই উপত্যকায়!……….. আমীন ।
ভালো লেগেছে খুব ।
জিসান শা ইকরাম
অনেক ভালো লিখেছেন ।
শিশির কনা
অসাধারন লেখা ভাই ।
যাযাবর
লেখায় ভালো লাগা ।