খাঁটি মানুষের রূপ

ছন্দা দাম ২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ০২:০৮:২০অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

ওগো মনুর পুত্র                তুমি মনুষ্য চরিত্র

এটাই কি  তোমার প্রারব্ধ??

পাথরের পূজা             পাথরই রাণী রাজা

প্রাণহীনতায় সব আবদ্ধ।

🍁.                    🍁

মাটির মা গড়ো           তারই  পূজা করো,

মা ভ্রূণের হও হত্যাকারী,

হলেই আঁধার গাঢ়ো         অসুর রূপ ধরো,

তোমার কাছে শুধু সে নারী।।

🍁।                    🍁

হোক না দূগ্ধপুষ্য              দেহ তার রহস্য,

উৎঘাটন করাই মূল মন্ত্র,

নারীর রক্তে মাংসে         পেয়েছ জীবন যে,

তারেই ভাবো শুধু যন্ত্র।

🍁।                  🍁

অবগুণ্ঠন তার           লালসা ভোলায় তোমার??

তাইতো বস্ত্রে সজ্জিত করো!!

তবুও কেন শিশু         কিশোরীও নয় কিছু,

আড়ালেই স্বরূপ ধরো??

🍁।                   🍁

দয়া,মায়া,করুণা         ভরা নারী দেহখানা ,

এই সুযোগই করো সদ্ব্যবহার ,

জন্ম থেকে তারে           গড়ো দূর্বল করে,

শিরদাঁড়া ভেঙে রাখো তার।

🍁।                    🍁

ধিক্ শারদীয় পুজো          ধিক্ সাজুগুজু,

ধিক্ চাকচিক্যের আয়োজন,

বৃদ্ধা অশতিপয় মাযে      লাগেনা কাজে,

বৃদ্ধাশ্রমই তার স্থান।।

🍁।                      🍁

প্রকৃতি ও যে মাতা         সহস্র শোক গাঁথা,

দেখে আসছে অযুত সাল ধরে,

তারি ব্যথার কুপ         নিল মহামারীর রূপ,

মায়ের পূজোকে দিল পণ্ড করে।

🍁।                      🍁

এমনি সব উৎসব             পণ্ড হবে সব,

‌        তোমার ভণ্ডামির দিন শেষ,

ঈদ, পূজা,বরদিন,      ফিরবে এদের দিন,

আগে নাও খাটি মানুষের বেশ।।

✍️ছন্দা দাম✍️ভারত(আসাম)।।

৮৯৮জন ৭৬৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ