ওগো মনুর পুত্র তুমি মনুষ্য চরিত্র
এটাই কি তোমার প্রারব্ধ??
পাথরের পূজা পাথরই রাণী রাজা
প্রাণহীনতায় সব আবদ্ধ।
🍁. 🍁
মাটির মা গড়ো তারই পূজা করো,
মা ভ্রূণের হও হত্যাকারী,
হলেই আঁধার গাঢ়ো অসুর রূপ ধরো,
তোমার কাছে শুধু সে নারী।।
🍁। 🍁
হোক না দূগ্ধপুষ্য দেহ তার রহস্য,
উৎঘাটন করাই মূল মন্ত্র,
নারীর রক্তে মাংসে পেয়েছ জীবন যে,
তারেই ভাবো শুধু যন্ত্র।
🍁। 🍁
অবগুণ্ঠন তার লালসা ভোলায় তোমার??
তাইতো বস্ত্রে সজ্জিত করো!!
তবুও কেন শিশু কিশোরীও নয় কিছু,
আড়ালেই স্বরূপ ধরো??
🍁। 🍁
দয়া,মায়া,করুণা ভরা নারী দেহখানা ,
এই সুযোগই করো সদ্ব্যবহার ,
জন্ম থেকে তারে গড়ো দূর্বল করে,
শিরদাঁড়া ভেঙে রাখো তার।
🍁। 🍁
ধিক্ শারদীয় পুজো ধিক্ সাজুগুজু,
ধিক্ চাকচিক্যের আয়োজন,
বৃদ্ধা অশতিপয় মাযে লাগেনা কাজে,
বৃদ্ধাশ্রমই তার স্থান।।
🍁। 🍁
প্রকৃতি ও যে মাতা সহস্র শোক গাঁথা,
দেখে আসছে অযুত সাল ধরে,
তারি ব্যথার কুপ নিল মহামারীর রূপ,
মায়ের পূজোকে দিল পণ্ড করে।
🍁। 🍁
এমনি সব উৎসব পণ্ড হবে সব,
তোমার ভণ্ডামির দিন শেষ,
ঈদ, পূজা,বরদিন, ফিরবে এদের দিন,
আগে নাও খাটি মানুষের বেশ।।
✍️ছন্দা দাম✍️ভারত(আসাম)।।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দিদি চমৎকার লিখেছেন। নারী কে এভাবেই যুগ যুগ ধরে শিকল পড়িয়ে, যন্ত্রের মতো চালানো হচ্ছে। মায়ের পূজো করে কিন্তু রক্ত-মাংস নারীদের পায়ের তলায় পিষ্ট করে রাখে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। অগ্রীম শারদীয় শুভেচ্ছা
ছন্দা দাম
আপনার মন্তব্যে আপ্লুত হলাম।।
এমন যুগ যুগ ধরে চলে আসছে ,শেষ হবে কখন কে জানে। শুভেচ্ছা জানাই
🌹🌹
রেজওয়ানা কবির
এভাবেই নারীদের দমিয়ে রাখা হয় যা সত্যি লজ্জাজনক।খুব ভালো লিখেছেন আপু।
ছন্দা দাম
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বোন তোমায়।।🌹🌹
শামীম চৌধুরী
কবিতায় দারুন বন্ধনা ফুঁটিয়ে তুললেন।
ছন্দা দাম
আমি অশেষ অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে।। শুভেচ্ছা জানাই 🌹🌹
সুরাইয়া পারভীন
অনবদ্য উপস্থাপন। জন্ম থেকেই শিকল পরিয়ে রাখা হয় নারীদের। যেই নারী গর্ভে হয় জন্ম রাতের আঁধারে এমন কী প্রকাশ্য দিবালোকে ই করে উলঙ্গ।
চমৎকার লিখেছেন 👏👏👏
ছন্দা দাম
একদম সত্যি কথা বললেন।।রাতের আঁধারে
যাদের চরিত্র বদলে যায় এরাই আবির উপর ওডয়ালার ভক্ত।।।🌹🌹
খাদিজাতুল কুবরা
দিদি ভাই চমৎকার লেখনীতে নারীর নিগৃহীত হওয়ার বর্ণনা করেছেন।
অনেক শুভেচ্ছা রইল
মোঃ মজিবর রহমান
চমৎকার উপস্থাপন। এরা নারী ও দুর্বলের উপর ঘরক, রামদা, হাতুড়ী, গুলি সর্বশেষ অমানবীয় অত্যাচার চালাতে পারে। এরা মনুষ্য মানব সন্তান হলেও বাহ্যিক ব্যাবহারে অমানুষ।
আরজু মুক্তা
এ অত্যাচার শেষ হবার নয়!
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি আপু