
আকাশ তুমি কেমন আছো
নীলের আবরণে
কোন পাখীটি মেলে ডানা
তোমার গহীনে ।
মেঘ তুমি কেমন আছো
কুয়াশা মাখা ক্ষনে
কোন দেশেতে ভেসে বেড়াও
বিষণ্ণ এই প্লাবনে ।
ফুল তুমি কেমন আছো
পাপড়ি ঝরা বুকে
কোন ভ্রমর রেখেছে মনে
সুবাস নিয়ে লুটে ।
পাখি তুমি কেমন আছো
গানে পাও কি সুর
আগমনী বসন্তে জাগে কি মনে
স্মৃতি ভরা ব্যথাতুর ।
প্রজাপতি তুমি কেমন আছো
কোন কাননে মেলো ডানা
ফুলের পরাগ ফুটে কি বুকে
আছে কি তা জানা ।
নদি তুমি কেমন আছো
কোন অচিনে যাও চলে
জোয়ার ভাটার কান্না তোমার
কার বুক ভিজাও জলে ।
কেমন আছো ভালবাসার প্রিয়তমা
রেখেছো কি আমায় মনে
ঝরা স্বপ্নে গেঁথেছো কি মালা
হয় যদি দেখা আমার সনে ।।
রচনা কাল ঃ ০৪/০২/২০২২
ঢাকা ।
৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সবাই ভালো থাকে যারযার মতো করে, প্রিয়তমার ভালো থাকা নির্ভর করে প্রিয়জনের স্বরণে..
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
হালিমা আক্তার
চমৎকার লিখেছেন। শুভেচ্ছা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
অনেক অনেক শুভকামনা ভাই। কলম চলুক।।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা