ফেলে আসা পথ
হারিয়ে গেছে,
হয়তো আজ সেখানে
জেগে উঠেছে নতুন দুর্বা ঘাস।
কিংবা নতুন ঠিকানায়
মিশেছে দিগন্ত রেখা,
মিছে তাই পিছনে ফেরা।
যা কিছু গেছে হারিয়ে
মিছে মায়ায় রেখো না বেঁধে,
নতুনেরে নাও আঁচলে বাঁধি।
জীবনের হাল ছেড়ো না
শোকে হইও না মুহ্যমান।
চল নতুনের পথে
পুরাতন স্মৃতি হয়ে রবে।
৪টি মন্তব্য
নার্গিস রশিদ
খুব ভালো লাগলো । “নতুনেরে নাও আঁচলে বাঁধি” সত্যি এটাই হওয়া উচিৎ । কারন নুতুন কে নিয়েই বাঁচতে হবে ।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। শুভ রাত্রি।
মোঃ আয়না হক
খুব সুন্দর একটি কবিতা পড়ে ভালো লাগলো
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। শুভ রাত্রি।