
যখন ছোট ছিলাম। মনে হতো কিছুদূর গেলেই আকাশ ছোঁয়া যাবে। সামনে গিয়ে হাত বাড়ালেই ধরা যাবে। যতোই এগিয়ে যেতাম আকাশ ততো দূরে চলে যেতো। বুঝতে পারতাম না আকাশের বিশালতা। না বুঝেই আকাশ ছুঁতে চাইতাম। মনে হতো এইতো আরো কিছুটা গেলেই ছোঁয়া যাবে। নাহ আকাশ ছোঁয়া হয় নি। আকাশ ছোঁয়া যায় না। আকাশ ছোঁয়া না গেলেও, আকাশের মেঘ গুলো ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। মেঘ গুলো কেমন করে আকাশে ভেসে থাকে। আবার সেই মেঘ কালবৈশাখীর ঝড় বয়ে দেয়।
সেই ছোট্ট বেলার মতো আমরা এখনো ছুটে চলেছি সীমাহীন দিগন্তের পানে।নাহ আকাশ ছুঁতে নয়। ছুটে চলেছি সফলতার পিছনে। যশ/ খ্যাতির নাগাল পেতে বাড়িয়েছে হাত। কেউবা ছুটছি স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে। এ ছুটে চলার শেষ নাই।পথ থেকে পথে অনবরত ছুটে বেড়াচ্ছি। কোন ক্লান্তি নেই। নেই অবসাদ। স্বপ্ন টাকে যে ছুঁতে হবেই। হয়তো পাবো, হয়তোবা পাবো না। তবু কেন অবিরাম এ ছুটে চলা।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অনেক ভাল লেখেছেন কবি আপু ভাল থাকবেন———-
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
তবু কেন অবিরাম এ ছুটে চলা। এর কোন কারণ খুজে পাওয়া আদো সম্ভব কিনা আমার অজানা।
হালিমা আক্তার
কিছু কিছু কারণ কখনোই খুঁজে পাওয়া যায় না। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো। শুভ রাত্রি।
বোরহানুল ইসলাম লিটন
জীবন মানেই ছুটে চলা আপু!
ছোট বেলা ধাঁধাঁর পিছনে আর
বড় হয়ে বাঁধার সামনে।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।