অর্গল এঁটে দিলাম,
বাতাসের সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলির কথা
তুমি হয়তো জানো–
অজস্র কথা মরে গ্যাছে–
ঝড়ের মত সুনামি থেমে গিয়েছিল বহুদিন আগেই–
এখন মৃতের উঠে আসে দেওয়াল ছবিতে–
জলজ ভাষাগুলি তোমার অনুনয়ে
ভাষা পেত যদি তবে কি ঠিকানাগুলি জেনে নিতে পারি !
সন্ধ্যাছায়ার মাঝে জীবনের লুকোনো পরিধি–
পরিচ্ছদ আড়ালে প্রথমত ঘন কুয়াশা…
৬টি মন্তব্য
বন্য
সুন্দর!!
তাপসকিরণ রায়
ধন্যবাদ–
কৃষ্ণমানব
বিষাদের ভেলায় মন পরিপূর্ণ মনে হচ্ছে ।
যাই হোক ভালো থাকার প্রত্যাশা করি !
তাপসকিরণ রায়
জীবনটা শুধু আনন্দের নয়–ধন্যবাদ।
কৃন্তনিকা
অন্য রকম…
তাপসকিরণ রায়
ধন্যবাদ