বাংলাদেশের ডেভেলপমেন্ট কোম্পানি গুলো রাস্তায় ইট,বালি,রড,মিক্সার মেশিন রেখে রাস্তার ক্ষতি তো করেই মানুসের চলাচলের ব্যাপক সমাস্যার সৃষ্টি করে এগুল দেখার কেউ নেই। ঢাকার মহাখালিতে ব্রিজের নিকট সেনাকল্যান সংস্থার চলমান কাজের নমুনা। এমন কি পানি নিষ্কাসনের পথ ও বন্ধ হয়ে রাস্তায় একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে মানুসের ও গাড়ীর চলার পথ বাধা সৃষ্টি করে।
নিম্নে অনেকগুলো রাস্তায় প্রতিবন্ধকতার চিত্র দেয়া হল।
সেনাকল্যাণ মহখালির ওভারব্রিজের নিচে মিক্সার মেশিন ও বালি ইস্তুপ করেও রাস্তার নষ্ট সাধারন মানুষের চলাচলের পথ কস্টকর করে দিচ্ছে।
রাস্তার বা ফুটপাতের পাশে পানি নিষ্কাসনের নালা/দ্রেনের পথ বন্ধ হচ্ছে যার ফলে রাস্তায় অল্প বৃষ্টি হলেই জল জমা হয়ে চলাচল খুব কষ্টকর হচ্ছে।
বালির স্তূপ রাস্তার উপর।এর উপর দিয়েই মানুস কে চলাচল করতে হয়।
রাস্তার ফুটপাতের দোকান উচ্ছেদ হয়েছে তার ভাঙ্গা টুল ও টেবিল পড়ে আছে কিন্তু রড বালি না রাখার জন্য কোন ব্যাবস্থা নেয়া হয়েছে কি?
এইখানে বালির বস্তা ও রাবিশ ফেলে পানি নিষ্কাসনের পথ বন্ধ করা হয়েছে। যার পরিনাম জলাবদ্বতা। শক্তি যার দেশ তার, জায়গা তার, বসত তার।
দেশ আছে শাসন নাই, নিতিবাক্যবলার মানুস আছে বাস্তবায়নের ইচ্ছা নাই।
১৫টি মন্তব্য
ওয়ালিনা চৌধুরী অভি
এসব যে অন্যায়, তাই তো ভুলে গিয়েছি আমরা।
মোঃ মজিবর রহমান
এটাই আমাদের নিয়তি আপু।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দেশ আছে শাসন নাই, নিতিবাক্যবলার মানুস আছে বাস্তবায়নের ইচ্ছা নাই। (y)
মোঃ মজিবর রহমান
-{@
মোঃ মজিবর রহমান
সরি আমার সময়ের অভাবে এই পোস্ট ভালভাবে দিতে না পারাই আবার নতুন করে দিয়েছি।
মিসু
ভালো পোষ্ট, এসব দেখার মত কেউ নেই মনে হয়।
আপনি দেখি মন্তব্যের উত্তর দেননা। এটা উচিৎ নয়।
মোঃ মজিবর রহমান
মিশু ভাই, আমার নিজস্ব কম্পিউটার নাই, তাই যখন সময় হয় লিখি এবং উত্তর দেয়ার চেস্টা করি।
ভালথাকুন।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
এসব যে জনগণকে দুর্ভোগে ফেলায়, এই বোধ টুকুও নেই কারো।
মোঃ মজিবর রহমান
ঠিক বস। আমাদের দেশে মানুসের এই নস্টামির নিজের নিজের উপলদ্বী কবে হবে তা আল্লাহই ভাল জানে।
অপেক্ষায় আছি আশা নিয়ে বেঁচে থাকা ছাড়া উপায় নায়।
শুন্য শুন্যালয়
কাগজে কলমে খুব শিগ্রই দেশ ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিনিত হতে যাচ্ছে, এসব দেখে লাভ কি? 🙁
মোঃ মজিবর রহমান
দিদি চক্ষু বুইজা থাকুম কেমনে? কন। আমরা চলার পথে সমস্যার সম্মুখীন হচ্ছি।
ব্লগার সজীব
আমাদের দেশ চলছে যেমন খুশী তেমন ভাবে । কেউ নেই আমাদের 🙁
মোঃ মজিবর রহমান
(y)
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ঢাকা শহরের যা অবস্থা তাতে অনেক সড়কেই চলাচল করা যায়না।
মোঃ মজিবর রহমান
সহমত