বাংলাদেশের ডেভেলপমেন্ট কোম্পানি গুলো রাস্তায় ইট,বালি,রড,মিক্সার মেশিন রেখে রাস্তার ক্ষতি তো করেই মানুসের চলাচলের ব্যাপক সমাস্যার সৃষ্টি করে এগুল দেখার কেউ নেই। ঢাকার মহাখালিতে ব্রিজের নিকট সেনাকল্যান সংস্থার চলমান কাজের নমুনা। এমন কি পানি নিষ্কাসনের পথ ও বন্ধ হয়ে রাস্তায় একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে মানুসের ও গাড়ীর চলার পথ বাধা সৃষ্টি করে।

নিম্নে অনেকগুলো রাস্তায় প্রতিবন্ধকতার চিত্র দেয়া হল।

সেনাকল্যাণ মহখালির ওভারব্রিজের নিচে মিক্সার মেশিন ও বালি ইস্তুপ করেও রাস্তার নষ্ট সাধারন মানুষের চলাচলের পথ কস্টকর করে দিচ্ছে।


রাস্তার বা ফুটপাতের পাশে পানি নিষ্কাসনের নালা/দ্রেনের পথ বন্ধ হচ্ছে যার ফলে রাস্তায় অল্প বৃষ্টি হলেই জল জমা হয়ে চলাচল খুব কষ্টকর হচ্ছে।


পানি জমে আছে সদ্রিস্যমান।


বালির স্তূপ রাস্তার উপর।এর উপর দিয়েই মানুস কে চলাচল করতে হয়।


মানুষ কত অসহায় তা দেখায় যায়।


রাস্তার ফুটপাতের দোকান উচ্ছেদ হয়েছে তার ভাঙ্গা টুল ও টেবিল পড়ে আছে কিন্তু রড বালি না রাখার জন্য কোন ব্যাবস্থা নেয়া হয়েছে কি?


এইখানে বালির বস্তা ও রাবিশ ফেলে পানি নিষ্কাসনের পথ বন্ধ করা হয়েছে। যার পরিনাম জলাবদ্বতা। শক্তি যার দেশ তার, জায়গা তার, বসত তার।

দেশ আছে শাসন নাই, নিতিবাক্যবলার মানুস আছে বাস্তবায়নের ইচ্ছা নাই।

৬১৭জন ৬১৭জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ