- জীবনের শুরু অকস্মাৎ নহে
- বাবা মার দীর্ঘ পরিকল্পনা পর,
- হয় একটি জীবনের শুরু,
- সকলের কাম্য সুখ,
- দুঃখ নহে কাম্য কারো।
জীবনে সবাই তো সুখী হতে চাই,
কিন্তুু বিধাতা যার ললাটে রাখেনি সুখ,
সে কেমনে পাবে তার নাগাল,
কখনো আসবে না তার কাছে সুখ।
সত্যি দরিদ্র ঘরে জন্ম নিলে
সকলকেই আজন্ম সুখের জন্য বিপ্লব করতে হয়।
বিপ্লবের পরও সকলের ললাটে আসে না সুখ
সত্যি দুঃখ যার কাছে আছে,
সুখ কখনো তার কাছে আসবে না।
সুখ ও দুঃখ একে অপরের বিপরীত,
দুই বোন যেমন এক স্বামীর ঘর করতে পারে না
তেমনি সুখ ও দুঃখ একসাথে কারো কাছে আসতে পারে না।
দুঃখ আর দুঃখ দিয়ে জর্জরিত একটি জীবন,
সেখানে সুখের লেশমাত্র নেই,
সারাজীবন শুধু কষ্ট আর কষ্ট,
কষ্টের বিনিময়ে অর্জিত হয় সুখ,
কিন্তুু দুঃখের কি মানব জীবনে শেষ নেই।
রচনাকালঃ
২২/০২/২০২১
৬৭৩জন
৬২৪জন
৪টি মন্তব্য
পপি তালুকদার
সুখ, দুঃখ পরস্পর বিপরীতে হলে ও এটাই জীবনের লিলা খেলা।একটা অবস্থান করলে আরেকটি আসি আসি করে।
ভালো লিখছেন। শুভকামনা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
আরজু মুক্তা
জীবন এমনি। কি গরীব, কি ধনী?
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।
শুভকামনা রইল সতত।