
কবিতারা খুব সংকীর্ণ মনা হয়
মনের ইচ্ছা, অনুভুতি বুঝে না উঠে
যতোটা গভীর থেকে, সংগোপনে
সর্বস্ব নিয়ে যায় লুটে ।
বুকে যতো লালন করি, ধারণ করি
ভাষায়, সারমর্মে , উঠে না তা ফুটে
তবুও কবিতাই ছুঁয়ে যায় কেবল
আমার যতো প্রেম, তোমর হৃদয় তটে ।
স্বপ্নকে যতোটা আমি দেখি
কবিতায় আর কতোটুকু লেখি
চিন্তায় চেতনায় সবই থাকে বাকি
কবিতার মাঝে কবিতা ই দেয় ফাঁকি ।
কবিতা আর উপমায় আমি
তোমার সাদৃশ্য খুঁজি
তোমার উপমা শুধু তুমিই
কবিতা না বুঝুক, আমি বুঝি ।
তবুও, কবিতা আর আমি, অহর্নিশি
থাকি পরস্পর সহবাসে
তোমার ইন্দ্রীয়তে বসত গড়ি
কবিতার নিঃশ্বাসে, আমার বিশ্বাসে ।।
রচনা কাল ঃ ২১/০৩/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
কবিতাপাড়ায় কবি এমনি হয় কবি দা ভাল থাকবেন———-
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
কবিতায় সব জেগে উঠে , মনপ্রাণ সতেজ তোমার পদচারনায়। সুন্দর প্রকাশ কাম্রুল ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ
হালিমা আক্তার
চমৎকার প্রকাশ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ❤️❤️🌹🌹