এসো অলীকের দেশে

খাদিজাতুল কুবরা ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪৮:৩৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি মন্তব্য নাই

প্রগাঢ় আঁধারে আমি ক্ষুদ্র জোনাক
তুমি স্বপ্নের চাঁদ।
এমন অমাবস্যার ক্ষনে ডাকবো না আর কোনো দিন।
এসো আরকি খুশি খুশি মনে
দুটো আগরবাতি
একটা নীল সাদা টাঙ্গাইল শাড়ি
একটা স্যান্ডো গেঞ্জি গায়ের গন্ধ সমেত
রজনীগন্ধার গুচ্ছের মাঝে টকটকে লাল গোলাপ নিয়ে।
গ্যাসলাইটারটা আনতে ভুলো না যেন।
জ্বালিয়ে দিও আগরবাতি দুটো
শাড়িটা নিয়ে যেও ফেরত।
গেঞ্জিটা হবে আমার জন্য মৃগ কস্তুরি সম
ছড়িয়ে দিও মুখের ওপর
আর ফুলের তোড়াটা রেখে দিও বুক বরাবর
সাড়ে তিন হাত মাটির নিচ থেকে প্রাণ ভরে ঘ্রাণ নিব।
ক’টা বই পাঠানোর কথা ছিল,
ওগুলো থাক ;
পরের কোনো জনম থাকলে সঙ্গে বসে পড়ব।
হাসান আলী মসজিদ কবরস্থান
ঠিকানা সহজ দূরত্বটা বেশি এই যা!

 

৩জন ৩জন

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ