“আমারে নিবা মাঝি লগে??”
.
যদিও আমি মাঝি না। তবে হ্যাঁ, আমি মাঝি কিন্তু নৌকার মাঝি না, বড় বড় জাহাজের মাঝি।
তবুও এমন করে কোনদিন কেউ বলেনি তারে লগে (সাথে) নেওয়ার কথা।
.
বলেনি কেউ “জানি আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়/হবে, এইবার যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাবা, আমিও দিনের আলোতে সীমাহীন বিশাল নীল সমুদ্র দেখবো, ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে ডলফিনের লাফিয়ে চলা দেখবো,
.
গোধূলি বেলায় দূরে জলরাশির গভীরে রক্তিম সূর্যের অস্ত যাওয়া দেখবো, শুনেছি ঐ সময় নাকি আকাশ অনেক সুন্দর দেখায়, পূর্নিমাতে Forecastle (শিপের সামনের অংশ) এ গিয়ে তোমাকে তোমার প্রিয় গান “You feel up my senses” শোনাবো আর Jack ও Rose এর মত পোজ দিয়ে ছবি তুলবো, Monkey Island (শিপের টপ মোস্ট ফ্লোর অর্থাৎ সবচেয়ে উঁচু স্থান) এ গিয়ে বৃষ্টি বিলাস করবো, ভয় পেওনা আমার সাহস আছে, উঠতে পারবো সেখানে,
.
অমাবস্যার রাতে সমুদ্রের গর্জন শুনবো, ঝড়ের রাতে যখন তুমি আমায় নিয়ে ভয় পাবে তখন তোমাকে আগলে রাখবো, সাহস দিবো, মরলে দু’জন একসাথেই ডুবে মরবো, জীবনে একটা ইচ্ছা অন্তত পূরণ হবে আর সেটা হল দু’জনের একসাথে মৃত্যু(যদি হয়)।”
.
শুধু তোমার বলার অপেক্ষায়, একবার বলেই দেখো মেয়ে, সাধ্যমত তোমার সব ইচ্ছা পূরণ করা হবে।
(Terms & Conditions applicable, Not for ALL)

৫২৪জন ৫২৪জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ