বহুদিন পর বাজতে শুনি
একতারার ওই শব্দ,
বাংলার বুকে আছে থাকবে
অব্দের পর অব্দ।
একতারার ওই দারুণ সুরে
বাউলদের ওই গানে
একতারাটা আমার মনে
বাজে ক্ষণে ক্ষণে।
বাংলার প্রাচীন সংস্কৃতি যে
যায় না কভু ভোলা,
বারে বারে এসে তবে
মনে দেয়’রে দোলা।
বাউলগান আর লোকগীতি
দেশের কথা বলে,
সেই গান শুনার জন্য মানুষ
চলে দলে দলে।
একতারারি সুরে বাউল
গাহে গান যে কত,
ঢোলের তালে বাঁশির সুরে
বাদ্য বাজে শত।
রচনাকালঃ
০১/০৮/২০২১
৪+৪/৪+২ স্বরবৃত্ত
৪৭১জন
৪০৯জন
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
একতারা ও বাউল নিবিড় অংগা অংগা জড়িত। ভালো লাগলো। শুভেচ্ছা অবিরত।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা রইল সতত।।।
মোঃ মজিবর রহমান
লিখুন ও অন্যের লিখা পড়ে কমেন্ট করুন।
শুভ ব্লগিং।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভুতির ছোঁয়া কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দেশমাতৃকা নিয়ে অপূর্ব প্রকাশ — বাংলার প্রাচীন সংস্কৃতি যে
যায় না কভু ভোলা,
বারে বারে এসে তবে
মনে দেয়’রে দোলা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনবদ্য মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ