
ঘনিয়ে আসো, নিবিড় হও!
চুরুট নয় কমলার কোয়া ঠোঁটে পুরে নাও!
এস্ট্রেতে রেখে দাও শোক তাপ বলিরেখার দাগ।
অসহনীয় আবেগ মুঠোবন্দি করুক দুরালাপন,
ইস্ট্রোজেন, টেস্টস্টোটেরন হোক নিঃসরণ!
প্রশ্নবাণের প্রয়োজন নেই,নৈঃশব্দ্যে কান পেতে শোন,
ভালোবাসা মরেনি, কমেনি একবিন্দু এখনো!
বিগত ঝড়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে স্বচেষ্ট সে-ও।
পারতো মায়ার আবরণে জড়িয়ে নাও।
নিঃশব্দে বলেছি প্রকৃতিকে “গতরাত ছিলো নির্ঘুম মৌন বাসর; আজ দিনটা ও অন্যরকম! ”
সন্ধ্যায় তিন চাকার যানে ফোবিয়া অগ্রাহ্য করে ঘুরেছি সারা শহর,
খিটখিটে শহরকে বলেছি, যতখুশি শোরগোল কর,
আমি কিছু শুনছিনা আজ,
নাক উঁচানো ট্রাফিককে বলেছি সিগ্ন্যালটা এবার ছাড়ুন প্লিজ!
মাতাল ট্রাক ড্রাইভারকে বলেছি ভাই সাবধানে চালাস,
কেউ অপেক্ষা করছে দূরে কোথাও,
চিলতে হাসির সঙ্গী হতে চায় সে-ও।
ভেস্তে দিসনা সব নিষ্ঠুর চাকার তলায়।
প্রশ্নকর্তা তোমাকে বলছি,
নিকোটিন চেয়েছো, তাই কখনো হয়?
উত্তর চাইনা, জানি শুধু অবশেষে ভালোবাসতে পেরেছি!
প্রতিদ্বন্দ্বী যখন বিধ্বংসী নিকোটিন,হৃদয়ে ফোটা গোলাপটি কয়,” নিকোটিন নয় আমায় নাও!”
*** একটা গল্প শুনেছি এক বন্ধুর কাছে, গল্পের বর্ণনাটাকে আমি কাব্যিক রুপ দেওয়ার চেষ্টা করেছি।
৫টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
❤️❤️❤️❤️ বন্ধুরা এমন লুমান্টিক গল্প শোনাক আর কবি লিখুক মন ভরে। এমন কবিতা হাজার হাজার চাই!!!!
মোঃ মজিবর রহমান
অপূর্ব কাব্যরসে মুগ্ধ। থাক ভালোবাসা, থাক মধু রসে ভালোবাস।
আলমগীর সরকার লিটন
বেশ এক আবেগময় প্রকাশ কবি আপু
হালিমা আক্তার
এমন আরো গল্পের সৃষ্টি হোক। ফাগুনের শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
প্রপোজটা সেই রকমের হইছে!
এবার প্রেমিক তার প্রথম প্রেমিকাকে ( নিকোটিন) ছাড়তে পারলেই গোলাপ তার দখলে।