ওগো প্রেয়সী তুমি দেখিবে,
একদিন আমি আসব আবার ফিরে
এই নদী নক্ষত্রের দেশে,
হয়তো প্রেমিক হিসেবে নয়
সাধারণ জনতা হয়ে
শীতের হিমেল হাওয়ায় দেখিবে চেয়ে
কুয়াশার চাদর গায়ের বসব আম্রকাননে
ঐ পত্র বিহীন বৃক্ষের শাখায় বসব পাখি হয়ে
গায়ব বসন্তের ভোরে কোকিলের সুরে মিষ্টি মধুর গান
দেখিবে পথের ধারে দাঁড়িয়ে থাকা বুভুক্ষা
লোকে রে সাহায্য করতে।
দেখিবে সেদিন উদাস মনে সন্ধ্যার হালকা বাতাসে
ছুটবো ঘুড়ির পিছনে অবুঝ শিশুর ন্যায়,
অন্নের সন্ধানে ঘুরিব সেদিন ফুলের সৌরভ কাছে
শুধু ওগো প্রেয়সী তোমায় ভালোবেসে।
দেখিবে আমারে তুমি মিছিল মিটিং ভীড়ে
শুধু তোমায় ভালোবেসে আমি আসব আবার ফিরে
সত্যি ওগো প্রেয়সী।
রচনাকালঃ
২৬/০১/২০২১
৪০৫জন
৩১৯জন
৭টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবেগের অপূর্ব প্রকাশ — শুধু তোমায় ভালোবেসে আমি আসব আবার ফিরে
সত্যি ওগো প্রেয়সী।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ।
ফয়জুল মহী
অতুলনীয়
অপুর্ব সুন্দর লেখনী।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
আবার আসিবো ফিরে। এটা সবার চাওয়া
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল