ভেবেছো কি ,
দূরে দূরে, মেঘে মেঘে আড়াল করে থাকবে,
আর অমনি আমি তোমায় ভুলে যাবো,
কতটা আলোকবর্ষ পেরিয়ে,
ধুলো,কণার পথে গ্রহানুর ধাক্কা খেতে খেতে
তোমার আলো পায়,তুমি কি তা জানো?
হয়তো জানো …
হয়তো আবার,না জানার ভান কর,
আকাশ যে কত বড় অন্ধ কান কালা,বলতো…
জেনে শুনে ঝড় নেয়,জেনে শুনে ধমক খায়,
জেনে শুনে আঘাত পায়…
কখনও নীল হয়,আবার কখনও
বেলায়-অবেলায় কেঁদে যায়,এই ভাবে
আজীবন মাথার ছাদ হয়ে তোমার
দিন আগলায়,এতো টুকুও মচকায় না!
ভাববে আর কি বলো,তুমিতো কতবার
আমায় কুকুর বলেছো,দিনে শতবার
মুগুর মেরেছো,তবুও আমি সরে বসিনি
না পেরে তুমি,
একা আমার বাইরে ফেলে সন্ধ্যায়
আলো নিভিয়ে, অন্ধকারে দরজায় খিল এটেছো,
এখনও সেই ভাবে অবোলা হয়ে বসে আছি ,
যদি ভাবো,বিকেলের ধুলো,
ফেনায় ডলে দেবো,তবে তোমার হাতে
অমাবস্যার মায়াঘন রাত হয়ে নামবো!
সব জেনে তুমি
অন্ধকার ফেলে,একলা হেঁটে মরো আলোয়…
আজকাল
আমাকে নিয়ে ,এটা ভাবো ওটা ভাবো
ভাবনার তো তোমার শেষ নেই..
একবার সমতলের কথা
ভেবে দেখো,জানালা খোলা বারান্দা,
যেখানে তুমি অনন্তকাল ধরে অবাধে ঘোরো !
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
খুব ভালো লখেছেন ভাই।
যাযাবর
সুন্দর লিখেছেন ভাই (y)
শিশির কনা
ভালো কবিতা ++++
প্রজন্ম ৭১
কবিতায় ভালো লাগা ।