আমি হব

জাহাঙ্গীর আলম অপূর্ব ১১ জুন ২০২১, শুক্রবার, ১১:৩৮:১৭পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
  1. আমি হব রোজ প্রভাতের সেই চঞ্চল পাখিটা
  2. যে সবচেয়ে বেশি সপ্ত হর্ষে গান গায়।
  3. আমি হব রোজ নিশির সেই তারকাটা
  4. যে সবচেয়ে বেশি আলো ছড়ায় অন্ধকারে।
  5. আমি হব রোজ তটিনীর সেই কলকল ধ্বনিটা
  6. যে সবচেয়ে বেশি শ্রুতি মধুর।
  7. আমি হব রোজ শাদ্বল দূর্বাদলের সেই  ঘাসটা
  8. যে সবচেয়ে বেশি ধেনুর কাছে অতি প্রিয়।
  9. আমি হব রোজ মৌচাকের সেই মৌমাছিটা
  10. যে সবচেয়ে বেশি মধু আহরণ করে।
  11. আমি হব রোজ পাখির সেই ডানাটা
  12. যে সবচেয়ে বেশি ক্লান্তিহীন  উড়তে পার।
  13. আমি হব রোজ শরৎকালের সেই কাশ আর শিউলি ফুলটা
  14. যে সবচেয়ে বেশি হাওয়ায় দোল খায়।
  15. আমি হব রোজ স্বাপ্নিকদের সেই স্বপ্নটা
  16. যে স্বপ্ন সবচেয়ে বেশি পূরণ।
  17. আমি হব রোজ  মাছরাঙাদের মধ্যে সেই মাছরাঙাটা
  18. যে সবচেয়ে বেশি শিকার করে তাতে সফল হয়।
  19. আমি হব রোজ মধুমাস জৈষ্ঠ্যের সেই ফলটা
  20. যে ফল সবচেয়ে বেশি জনপ্রিয়।

রচনাকালঃ

০২/০৬/২০২১

 

৬৭২জন ৫৯৫জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ