- আমি দুর্বার, আমি দুর্বার
- আমি সব অন্যায় অবিচার ভেঙে করি চুরমার।
- আমি মানি তো না কারো কালো আইন
- যদি আমার সামনে থাকে ভয়ানক মাইন।
- আমি তো শূচি শুদ্ধ পাখি চাতক
- আমায় বলতে পারে না কেউ ঘাতক।
- আমি তো অশনি সংকেতের ঝংকার ধ্বনি নয়
- করি পদতলে নিষ্পেষিত অসুর দৈস্য হায়েনায়।
- রচনাকালঃ
- ২৭/১২/২০২০
৭২৭জন
৬৪১জন
৮টি মন্তব্য
আরজু মুক্তা
এরকম প্রতিবাদী হতে হবে। তাহলে অন্যায় ঘটবে না।
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
ফয়জুল মহী
সুগভীর ভাবনায় সৌন্দর্যময় লেখা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর কবি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সংগ্রামী প্রতিবাদীর অপূর্ব লেখা। ধন্যবাদ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক কথা বলেছেন
শুভকামনা রইল