
অযত্নে অবহেলায় এসেছি রেখে
আমার দুরন্ত বেলা
আঙিনা, মাঠ, ঘাট প্রান্তরে
কাটিয়েছি করে খেলা ~~~~~।
সরষে কলাই মটর খেতে সাথিদের সাথে
কত যে গড়া গড়ি
বৈশাখি বাতাসে আম বাগানে
উড়িয়েছি রঙ্গীণ ঘুড়ি ~~~~~।
বর্ষা এলে বিলের জলে
শাপলে শালুখের স্মৃতি
আজও হণ্য হয়ে খুঁজি আমি
প্রতিনিয়ত যথারীতি ~~~~~।
জোছনা রাতে হাছনার সুবাসে
আঙিনা জুড়ে কত লুকোচুরি খেলা
হেলায় এসেছি ফেলে ছলনার ছলে
আমার দুরন্ত বেলা ~~~~~।
নদীর তীরে বালু চরে
বেঁধেছি কত খেলা ঘর
আজও খুজে ফিরি ত্রিভুবন ঘুরি
স্মৃতিদের বাসর ~~~~~।
সবুজ মাঠ ফসলের হাসি
ধান শালিকের গানে
ভাটিয়ালি সুর মাঝি মাল্লার বিধুর
আমায় বারবার টানে ~~~~~~।
সখি তোরা কই আজো পরে রই
চল, ফেলে আসা আসরে
হেসে খেলে কাটাই, ধরি আবার নাটাই
সবে মিলে স্মৃতিদের বাসরে ~~~~।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ স্মৃতিময় এক রঙধনুবিকেল কবি দা
ভাল থাকবেন———
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই 🌹🌹❤️❤️
ফারজানা তৈয়ূব
মনে হচ্ছে গ্রামের মেঠোপথ ধরে হাটছি।
কামরুল ইসলাম
লেখা মনে হয় স্বার্থক হলো আমার
ধন্যবাদ আপু ❤️❤️🌹🌹
হালিমা আক্তার
শৈশব কৈশোর সময়ের সাথে যায় হারিয়ে। সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু 🌹🌹❤️❤️
অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
চাইলেই আর ফিরে যাওয়া হয়না সোনালী সেইসব দিনে। সময় হারায়, সেই সময়ের সখা-সখীরাও হারিয়ে যায়। থাকে শুধু স্মৃতি।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু ❤️❤️🌹🌹
অনেক শুভ কামনা 🌹🌹❤️❤️