- আমার কাছে শেখ মুজিব
- বাংলার ধ্রুবতাঁরা,
- তাঁকে বিহীন বাঙালির জীবন
- ভীষণ ছন্নছাড়া।
- আমার কাছে শেখ মুজিব
- মলিন মুখের হাসি,
- ক্লান্ত দুপুরে রাখালের
- মন ছুয়ে যাওয়া বাঁশি।
- আমার কাছে শেখ মুজিব
- বাঙালির অজস্র আশা,
- তাঁর থেকে বাঙালি পেয়েছে
- অগণিত ভালোবাসা।
- আমার কাছে শেখ মুজিব
- শোকার্ত বাবার মুখ,
- যাঁর মুখনিঃসৃত বাণী শ্রবণে
- দূর হয় বাঙালির দুখ।
- আমার কাছে শেখ মুজিব
- দুঃসাহসী সংগ্রামী নেতা,
- রেসকোর্স ময়দানে পাঠ করেছিলেন
- দীর্ঘ একখানা কবিতা।
- আমার কাছে শেখ মুজিব
- স্বপ্নহীনে আশা,
- তার নেতৃত্ব জন্য বাঙালি পেয়েছে
- ৫২ সালেতে ভাষা।
- আমার কাছে শেখ মুজিব
- বাঙালি জাতির শক্তি,
- তাঁর জন্য বাঙালির অন্তরে আছে
- অনন্ত অসীম ভক্তি।
- রচনাকালঃ
- ২৮/০৫/২০২১
৬৮০জন
৬০১জন
১২টি মন্তব্য
স্বপ্নীল মেঘ
মুজিবের রক্তে আগুন ঝড়া ভাষণে এখনো গা শিউরে উঠে।
মুজিব মরে যায়নি। বরং চাঁদ হয়ে আলো দিয়েই যাচ্ছেন।
আপনার লেখায় আমি সুকান্ত কুমার এর ছন্দ খুঁজে পাই।
যাকে ছন্দের রাজা বলা হয়।
ভালো থাকুন কবি। আরো লিখুন। শুভকামনা।
স্বপ্নীল মেঘ
ছন্দের রাজা সতেন্দ্রনাথ দত্ত হবে। দুঃখিত ভুল কিছু লিখে ফেলেছি। মন্তব্য সম্পাদনা করা যাচ্ছেনা।
ক্ষমা করবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সমস্যা নাই।।।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা তাঁর প্রতি। যাঁর কারণে এই বাংলাদেশ
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
৭ মার্চের ভাষণ আজো রক্তে কাঁপন ধরায়। গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিম নজরুল
শ্রদ্ধাঞ্জলি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক।।।
সাবিনা ইয়াসমিন
যার জন্ম না হলে বাংলার মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়তো না, শ্রদ্ধাঞ্জলী বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি।
শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
একদম ঠিক কথা বলেছেন প্রিয় পাঠক।।
শুভকামনা রইল।।।