আপন

নীল প্রান্তর ১১ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ০৫:০৯:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৬ মন্তব্য

আপন ভেবে গেলাম তোমায়

তুমি ভাবলে পর ….

তোমায় ভাবলাম ললনা

তুমি করলে ছলনা !!!!

বুঝলে না কে আপন

কে তোমার পর ….

শুধু আমায় বলে গেলে

তুমি স্বার্থপর ….

যদি হই আমি স্বার্থপর

তাহলে পৃথিবীতে

কেউ আপন নয় তোমার…….

 

সবাই তোমার পর

৫৯৭জন ৫৯৭জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ