অভিবাদন

মো: মোয়াজ্জেম হোসেন অপু ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১০:৫৫:৫৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

জাতির শুন্য হৃদয় দিয়েছো ভরে,

হে প্রত্যন্ত অঞ্চলের বালিকারা,

অভিবাদন, অভিবাদন।।

জাতির কলঙ্ক দিয়েছো মুছে,

হে গ্রাম বাংলার খাঁটি সোনারা,

অভিবাদন, অভিবাদন।।

জাতির ফুটবল খড়ায় এনে দিয়েছো —

এক পশলা স্বস্তির বৃষ্টি,

হে “গাও-গেরামের” সোনার মেয়েরা,

অভিবাদন, অভিবাদন।।

 

(ওরা(নর) পারেনি তোমরা পেরেছো,

হে বাংলাদেশি সোনার কইন্যারা,

অভিবাদন অভিবাদন।। )

১জন ১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ