গগনজুড়ে মেঘের ভেলা
সারাবেলা করে খেলা
হঠাৎ কভু ঝরছে,
চাষা ভূষার পেটটি ফাঁকা
আয়ের উৎস নাহি থাকা
পেটের ঋণে মরছে।
বর্ষাকালে নদের জলে
জলের শব্দ ওই কলকলে
শুনে লাগে ভালো,
কদম কেয়া ফুলে ফুলে
জলে থৈথৈ দু দু কূলে
মেঘটা ভীষণ কালো।
গানে ভরা সবার মনে
ময়ূর নাচে ক্ষণে ক্ষণে
কচুরি যে ভাসে,
কলমি ফুলে গন্ধেভরা
মনে ভীষণ কষ্টে ধরা
দলে ছোটে হাঁসে।
শাপলা শালুক বিলে ঝিলে
থলে ভরে তুলে নিলে
দারুণ লাগে দেখে,
বাবুইপাখির সুন্দর বাসা
মনে তাহার বহু আশা
বৃষ্টির জলটা মেখে।
রচনাকালঃ
২৪/০৭/২০২১
৪+৪/৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ ত্রিপদী
——————————————–
তরাতে তরী
জাহাঙ্গীর আলম অপূর্ব
যাবি কে আয় পাল তোলা নায়
ফুলজোড়র নদীর দেশে,
মন মোহিনী প্রেম কাহিনী
ভাসবি সুখে শেষে।
নাওয়া খাওয়া নাহি পাওয়া
নদীর জলে তরী,
শাপলা ফুলে শালুক তুলে
আঁচল গেছে ভরি।
ফুলজোড় নদী আমরা যদি
না ভেসে ওই চলি,
হাওয়ায় দোলে মনটা খোলে
শুধু গানই বলি।
দলে ভাসে নাহি আসে
ওই না নদীর তীরে
নদীর কাছে মানুষ আছে
আপনজন পায় ফিরে।
মনের আশা শুধুই বাসা
একটুখানি ঘোরা,
নাও যে খানি প্রেম যে জানি
মনে মনে জোড়া।
রচনাকালঃ
২৫/০৭/২০২১
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
৭টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমার দেশ — শাপলা শালুক বিলে ঝিলে
থলে ভরে তুলে নিলে
দারুণ লাগে দেখে,
বাবুইপাখির সুন্দর বাসা
মনে তাহার বহু আশা
বৃষ্টির জলটা মেখে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন।।।।
শুভকামনা রইল সতত।।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জ্বি , আপনার প্রতিও শুভ কামনা রইল।
হালিমা আক্তার
পাল তোলা নৌকা এখন আর চোখে পড়ে না। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
আরজু মুক্তা
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।