
আগত বসন্তে কোন এক সন্ধিক্ষণের যুগপৎ মিলনে
আমাদের স্মৃতিতে জাগ্রত হবে বিরহের কাব্যকথা।
অমোচনীয় কালিতে লাল নীল বেগুনি শব্দে
তুমি আমি’র সব গল্পকে লিখতে শুরু করবো
খেরোখাতার প্রতিটি লাইনজুড়ে।
সমুদ্রতীরের বালিয়াড়িতে সুরের মূর্ছনায়
গাইবো কাজরী বন্দনা গান।
তারপর এক অমাবস্যা রাতে
অন্ধকারে সোপানের দাঁড় বেয়ে
দু’জনে চলে যাবো দূরে বহুদূরে।
ম্রিয়মাণ জোনাকির আলোর পথ ধরে
গুটিগুটি পায়ে হারিয়ে যাবো বিপরীত দিশায়।
সকাল হতে সন্ধ্যাগোধূলীর শেষ বিকিরণে
রাখালের ফিরে যাওয়া পদশব্দে
হয়তো মিলিয়ে যাবে ব্যঞ্জনার শেষ সুরটুকু।
কথা দেয়া-নেয়ার অস্থিরসংকল্পে
হাতেহাত রেখে বলবে কি –
‘ভালোবাসি খুব ভালবাসি তোমায়?’
মনেরেখো একদিন আমরা আবারো মিলিত হবো
অন্যকোনো মহাজাগতিক বিস্ফারণে সৃষ্ট
নতুন এক গ্রহের বালিয়াড়িতে।
ততদিন অপেক্ষায় ভালো থেকো আমার জলপরী….।
১০টি মন্তব্য
পপি তালুকদার
প্রথম হলাম।ভালোবাসার জন্য এই অপেক্ষা অনন্তকালের জন্য হলেও যেন কোনো কষ্ট থাকেনা, থাকেনা আক্ষেপ। বিরহের অণলে পুড়ে গেলোও মনে হয় কিছুই হয়নি।
ভালো লাগা রেখে গেলাম।
তৌহিদ
প্রকৃত ভালোবাসা এমনই। মন্তব্যে প্রীত হলাম আপু।
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
বাহ দারুন কবিতা। এমন মধুময় অপেক্ষা চলুক অনন্তকাল! সৃষ্টি হোক নতুন পৃথিবী তারপর চলুক সেখানে নতুন প্রেমের খেলা!!!
শুভ কামনা ভাই।
তৌহিদ
সৃষ্টির আদি অন্তে প্রেম ছিলো আছে থাকবেই।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
বাহ! অনন্তকাল টিকে থাকার দুর্দান্ত ফর্মুলা। এভাবে ভালোবাসলে আগামীতেও মিলন হবে বৈকি! অস্থির সংকল্পের প্রতিফলন ঘটুক, শুভ কামনা 🌹🌹
❝হাতেহাত রেখে বলবে কি –
‘ভালোবাসি খুব ভালবাসি তোমায়?’❞
এখানে প্রশ্নবোধক চিহ্ন না দিলে হতো, অথবা আগুপিছু করে দেয়া যেতো। যেমন,
হাতে-হাত রেখে বলবে কি?
ভালোবাসি খুব তোমায়-
তৌহিদ
ভালোবাসার আপেক্ষিকতায়য় প্রেমের রঙ বদল হচ্ছে ঠিকই তবে ভাবাবেগ একই আছে কিন্তু।
আমি আসলে জানতে চাওয়া অর্থে প্রশ্নবোধক দিয়েছি। আপনি যেভাবে বললেন এভাবেও সুন্দর লাগে পড়তে।
ভালো থাকুন আপু।
সুপর্ণা ফাল্গুনী
আপনার কবিতার আমি কিন্তু একজন মুগ্ধ ভক্ত। এমন ভালোবাসা সব প্রেমিক প্রেমিকার হৃদয়কুঞ্জে উছলে পড়ুক। অনন্তকালের ভালোবাসা পূর্ণতা পাক জন্ম জন্মান্তরে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
আমার এসব লেখাকে কবিতা বলতে নিজেই লজ্জা পাই। আপনাদের উৎসাহে দু’কলম লিখি আর কি!!
ভালো থাকুন দিদিভাই।
আরজু মুক্তা
ভালোবাসা এভাবে বেঁচে থাক অনন্তকাল।
অভিমান জমে থাক। কষ্টগুলো না থাক।
তৌহিদ
ভালোবাসা বেঁচে থাকবে আমৃত্যু। ধন্যবাদ আপু।