অনুরাগে

মোঃ মজিবর রহমান ২৩ জানুয়ারি ২০২২, রবিবার, ০৫:১৯:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

কি অপরূপ তৃপ্তি,
ঠোঁটে ঠোট লাগিয়ে অভিভুত,
কাছে আসার সান্নিধ্য চক্ষুদ্বয়
বারবার আসিবার অভিপ্রায়।

ওষ্ঠের মাঝে ওষ্ঠ
হৃদয় অনুরাগে আবৃষ্ট
অন্তরে আনমনে সন্তষ্ট
সব লাজ লজ্জাহীন মত্ত।

ঈপ্সিত, জনে জনে মাতে
ইচ্ছায় ইচ্ছায় জাগ্রত মন,
চুম্বনে হয়ে যায় আগ্রহান্বিত
পাশাপাশি মত্ত অজাগ্রত ।

চুম্বনে স্নিগদ্ধতা বাড়ে,
বৃষ্টি ভেজা মনে, আলোড়ন তোলে,
আকাশ পানে চাও, দৃষ্টি বাড়াও!
উষ্ণতা ছেয়ে যায় যৌবনে।

তোমার স্পর্শে পেয়েছে প্রাণ,
ঠোঁট দুটি মহাসমুদ্রে উচ্ছল
টেউয়ে টেউয়ে, পিচ্ছিল মন
মন যৌবনে স্বচ্ছল।

চুম্বনে চুম্বনে অবিরত
প্রেমাকাশে আমরা অবিচলিত।

৭২৯জন ৬৪২জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ