আমি রাজাকার হতে চাই
আলো যদি হয় আঁধার
মিথ্যে যদি হয় সত্য, তবে
রাজ্যের ভার, কে-না পেতে চায়।
ইচ্ছে হলেই মনের খায়েশ হয় যদি পূর্ণ
রাজা থেকেই হয়তো রাজাকারের বেশ
কিংবা রাজাকার থেকে রাজা;
অন্যায় অত্যাচার নিপীড়ন
দূর্বলকে শোষণ, আইনকে অন্ধ আবরণে
আলোকে আঁধারের মাঝে বলিদান
যেখানে পান্তা ভাতের মতোই হয় রক্ত ক্ষরণ।
আমি রাজকার হতে চাই
দিনে দিনে ধুকে ধুকে মরণজ্বালা
একজীবেন কতটা সহ্য করা যায়
রাজা নয়তো রাজাকার দু’টোর খুব প্রয়োজন।
আমি হিটলার হতে চাই
রাজ্য নয় কিংবা অর্থ
আঁধারকে করে আলোকিত তেমনি অস্ত্র
দূর্বলকে শোষন নয়
শাসকের শোষক চোখের পলকেই
একবার হিটলার হতে চাই
সবুজের মাঝে অনলের শিখাকে
চুর্ণবিচুর্ণ করে সবুজকে
মাথা উঁচু করে দাড় করাতে চাই।
আমি হিটলার হতে চাই
অনাহারীর পেটে দু’মুঠো ভাতের খুব প্রয়োজন।
আমি ব্রিটিশ হতে চাই
শাসক শোষকের ভুলে যাওয়া নীতিমালাকে
অনলে পুড়িয়ে খাঁটি করতে চাই,
ভীতি হোত প্রীতি সকাল হতে সূর্য উদয়
দিবা-রাত্রি সংকল্প
আমি ব্রিটিশ হতে চাই।
অতীতের সকল ভুলকে দুমড়ে মুচড়ে
অনিয়মের শৃঙ্খলকে নিয়মে বন্দি করে
আলোকে আলো আঁধারকে আঁধার
প্রভাতের মতোই নিশ্চিত করতে চাই।
আমি ব্রিটিশ হতে চাই
মাথা উঁচু করে দাড়াতে চাই,
সেই জাতি মাথা উঁচু করে দাড়াতে শেখে
আইনের মর্যাদা যে যত দিয়েছে।
উত্তরা, ঢাকা-১২৩০, রাতঃ ০১:০০, ১৩০৯২০১৪।
১২টি মন্তব্য
কৃষ্ণমানব
হা হা হা ।
এতো কিছু হতে
চাওয়া প্রবনতা জাগা ভালো !
আরেকটু টপিক থাকলে ভালো হত, আমি বাংলার বীর সন্তান হতে চাই ।
অল্প লেখায় খুব সুন্দরভাবেই নিজেকে তুলে ধরেছেন ।
আরো লিখুন ।
শুভকামনা !
রুদ্র আমিন
বীর সন্তান কে না হতে চায় ভাই। কিন্তু যারা মুক্তিযোদ্ধা তারাই না খেয়ে মরে আর ভুয়া মুক্তিযোদ্ধারা আরাম আয়েশে চলে। এবার বলুন কেন কি হতে চান ?
সাইদ মিলটন
প্রথম লাইনের জন্য একদলা থুথু দিয়ে গেলাম
রুদ্র আমিন
কবিতার পড়তে জানলে পড়বেন না হয় পড়বেন না। মনের আবেগ ভালবাসার মানুষটিকে উজাড় করে দিন “সাইদ মিলটন।” কবিতার সাথে মনের আবেগ মেশাবেন না। আপনি রাজাকার মানেই জানেন না আমার মনে হয় তাই এমনটি আপনি বলছেন। পড়ুন কি বলেছি সেটা বোঝার চেষ্টা করুন। এমন জায়গায় থুথু ছুঁড়বেন যেন আপনার কপালে না পড়ে। ধন্যবাদ ভাল থাকুন সুস্থ্য থাকুন।
লীলাবতী
ক্ষোভের প্রকাশ, বুঝতে পেরেছি।
রুদ্র আমিন
ঠিক তাই লীলাবতী আপু। বোঝার জন্য ধন্যবাদ।
খসড়া
ভাল লাগলো।
রুদ্র আমিন
পড়ার জন্য ধন্যবাদ খসড়া বন্ধু।
খেয়ালী মেয়ে
একটা মানুষ এতোকিছু ক্যামনে হয়?
রুদ্র আমিন
যখন দিক হারিয়ে ফেলে তখনি এমনটি বলে খেয়ালী মেয়ে বন্ধু।
বন্য
ভাল ও পরিছন্ন লেখা।
নাটোর শূন্য কিলোমিটার
আবেগের সুন্দর বহিঃ প্রকাশ