অদৃশ্য শব্দখেলা

রুদ্র আমিন ৮ অক্টোবর ২০১৪, বুধবার, ০১:৩৫:২১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

আমি রাজাকার হতে চাই
আলো যদি হয় আঁধার
মিথ্যে যদি হয় সত্য, তবে
রাজ্যের ভার, কে-না পেতে চায়।
ইচ্ছে হলেই মনের খায়েশ হয় যদি পূর্ণ
রাজা থেকেই হয়তো রাজাকারের বেশ
কিংবা রাজাকার থেকে রাজা;
অন্যায় অত্যাচার নিপীড়ন
দূর্বলকে শোষণ, আইনকে অন্ধ আবরণে
আলোকে আঁধারের মাঝে বলিদান
যেখানে পান্তা ভাতের মতোই হয় রক্ত ক্ষরণ।
আমি রাজকার হতে চাই
দিনে দিনে ধুকে ধুকে মরণজ্বালা
একজীবেন কতটা সহ্য করা যায়
রাজা নয়তো রাজাকার দু’টোর খুব প্রয়োজন।

আমি হিটলার হতে চাই
রাজ্য নয় কিংবা অর্থ
আঁধারকে করে আলোকিত তেমনি অস্ত্র
দূর্বলকে শোষন নয়
শাসকের শোষক চোখের পলকেই
একবার হিটলার হতে চাই
সবুজের মাঝে অনলের শিখাকে
চুর্ণবিচুর্ণ করে সবুজকে
মাথা উঁচু করে দাড় করাতে চাই।
আমি হিটলার হতে চাই
অনাহারীর পেটে দু’মুঠো ভাতের খুব প্রয়োজন।

আমি ব্রিটিশ হতে চাই
শাসক শোষকের ভুলে যাওয়া নীতিমালাকে
অনলে পুড়িয়ে খাঁটি করতে চাই,
ভীতি হোত প্রীতি সকাল হতে সূর্য উদয়
দিবা-রাত্রি সংকল্প
আমি ব্রিটিশ হতে চাই।
অতীতের সকল ভুলকে দুমড়ে মুচড়ে
অনিয়মের শৃঙ্খলকে নিয়মে বন্দি করে
আলোকে আলো আঁধারকে আঁধার
প্রভাতের মতোই নিশ্চিত করতে চাই।
আমি ব্রিটিশ হতে চাই
মাথা উঁচু করে দাড়াতে চাই,
সেই জাতি মাথা উঁচু করে দাড়াতে শেখে
আইনের মর্যাদা যে যত দিয়েছে।

উত্তরা, ঢাকা-১২৩০, রাতঃ ০১:০০, ১৩০৯২০১৪।

১জন ১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ