শ্রদ্ধা নিবেদন =============================== এখনো যার জন্মিছে ধরায়- স্বাধীনতা জন্মেই তারা চায়। মোদের পিতারাও চেয়েছিল তা- তাই মোরা পেয়েছি স্বাধীনতা। কত মাতা পুত্র হারা, কত বোন ভাই হারা- হয়েছিল সেই সংকটময় ক্ষনে। স্বাধীনতার বাহক তারা, স্বাধীনতার ধারক তারা- স্বাধীনতা পাওয়াও কেবল তাদের গুণে। আজ এই ডিসেম্বরের ষোল-য়- স্বাধীন ভাবে নাচ্ছি, খেলছি, গাইছি গান। শত আনন্দের মাঝেও [ বিস্তারিত ]