“মনের ভেতর খরা চলে বেশ বৃষ্টি হলে পরে আবার ভিজে উঠি, কুয়াশা কেটে যায় ক্রমশ মাঝে মাঝে চাঁদ দেয় উঁকি।।“ হেমন্ত প্রকৃতিঃ স্নিগ্ধতা কেবলই ছড়ায় মাকড়শার মত জাল। শাদা হিম জমে পরে থাকা শিউলীর গায়ে। পাখিরা শিস দেয়। বাতাসে ধানের গন্ধ, এখানে ওখানে ওড়ে ধানের গায়ের ছোট ছোট পোকা। তাদের গায়ে লেগে থাকে আফসান। [ বিস্তারিত ]