এক মগ ক্যাফিন গলা দিয়ে নীচে নামতেই উবে গেলো সব ঘুম, চোখের আলসেমি কে আর পরোয়া করি না । একটা নিরলস রাতের গল্পে আঁটকে আছে চোখ, কিছু হিসেবের গরমিল আর মধ্যরাতের নিস্তব্ধতা উপভোগ করছি । বেশ লাগছে, একটা ছন্নছাড়া রাতও এতো আপন হয় ? জানা ছিল না... কখনো নিজেকে নিজের করে ভাবিনি, বোধহয় ভুলটা সেখানেই [ বিস্তারিত ]