দেরাজের কোনে কিছু মায়া পরেছিলো নাকি , কালো শার্টের সাথে জড়িয়ে অথবা কিছু স্মৃতির ঘ্রাণ , সময়ের আচরে হলদেটে কিনারে - কিছু অদ্ভুত জোনাক খেলা করছিলো কি বিপন্ন আধারে, ছিলো নাকি কিছু চোরাটান অদৃশ্য মায়া ; অথবা কেবলি বিভ্রম? আমারে কি পরেছিলো মনে, কোন উতল শ্রাবনে - নাকি আমিও হারায়েছি, যেমন হারায় সব সময়ের আড়ালে [ বিস্তারিত ]