মধ্যরাতে, ঝড়ের সাথে, বজ্রপাতে, জানের ভয়ে ছুটছি আমি নিচ্ছি না দম তিলেক। ঐ দেখা যায় আবছা কায়ায় দখিন পাড়ায়, আশায় বসে মেয়ে আমার। সামনে শুধু বিল এক। রহিম চাচার বাড়ির মাচার ডিমের খাঁচার কয়েকটা ডিম নিলাম নাহয়, দোষ কি খুবি তাতে? কিন্তু ওরা কী বেয়াড়া! করছে তাড়া, খুব নিরীহ এই আমাকে একলা গভীর রাতে। সন্ধ্যে [ বিস্তারিত ]