আর খুঁজে না পাবার বেদনা না হয় রাখা থাক গোপনে, সে পাতা আর খুলবে না জানি সময় সরে গেছে দূরে,বহু দূর-- সেই নদী,সেই চেনা চেনা মুখগুলি সরে যাচ্ছে...সরে যাচ্ছে। ভাবনা বড় কাল্পনিক জানি— ধোঁয়া কিম্বা সকালের ঘাস শিশিরের মত। যত কাছে আসে বিদায়ের দিন সায়াহ্নের বাঁশি ডাক দিয়ে যায় বারবার, এতো সে রাখালিয়া বাঁশি নয়— [ বিস্তারিত ]