দীর্ঘসূত্রতার মানে বোঝ বালিকা? দীর্ঘসূত্রতা হচ্ছে ক্লান্ত দুপুরে তোমার জন্যে অপেক্ষা; যেই অপেক্ষায় ক্লান্ত রাখালের মন তোমাকে নিয়েই স্বপ্ন বুনে যায়..... দীর্ঘসূত্রতা মানে অলস বিকেলে রাখালের বাজিয়ে যাওয়া বাঁশির সুর; যেই বাঁশির সুরে থাকে আহবান শুধু তোমারই জন্যে..... দীর্ঘসূত্রতা হল শীতের রাতে উঠোনে বসে একলা মনে ভোর হতে দেখা; যেই একলা রাত্রিটার একাকীত্ব শুধুই [ বিস্তারিত ]