ঈদুল আজহা, কোরবানির ঈদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার ঈদ। নিজের মনের পশুত্বকে বিসর্জন দেয়ার ঈদ। কিন্তু আদৌ কি আমরা তা পেরেছি? এই কোরবানির কথাই ধরুন। লোক দেখানো লক্ষাধিক টাকার কোরবানি যেন সমাজের উঁচুতলার মানুষদের নিজেদের একে অপরের সাথে একধরনের অসুস্থ প্রতিযোগীতা চলছে। কোরবানির মাংস ভাগবাটোয়ারা করতে গিয়ে গরীব অসহায়দের বঞ্চিত করছি নিজের অজান্তেই। হলো কি [বিস্তারিত]