অগ্নিপুরুষ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী (১০৩) চলে গেলেন । রেখে গেছেন এই মহান ব্যক্তির আর্দশ।যুগ যুগান্তার কৃর্তিমান বিনোদবিহারী জেগে আছেন থাকবেন মানুষের হ্নদয়ের মনিকোঠায়। আজীবন সংগ্রামী অগ্নিপুরুষ শুধু দেহ ত্যাগ করেছেন কিন্তু তাঁর কৃর্তিমান অধ্যায় চিরঞ্জিব। অমর তিনি। বাঙালির ইতিহাসের সঙ্গে বিনোদবিহারী চৌধুরীর জীবন যেন সমান্তরাল। যুদ্ধ, মহামারি, মন্বন্তর, দাঙ্গা, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, [ বিস্তারিত ]