সিমান্তের ওপাড়ে সুউচ্চ মেঘালয়ের পাহাড়। আর আমাদের সবার তো জানাই আছে বিশ্বের সব থেকে বৃষ্টি প্রবণ এলাকা এই মেঘালয়ের চেরাপুঞ্জি আর মাসিনরাম। অত্যধিক বৃষ্টিপাতের কারণে মেঘালয়ের খাসিয়া পাহাড়ে রয়েছে অনেক চমৎকার সব ঝর্ণা। আর সেই পাহাড়ি ঝর্ণা থেকে উৎপত্তি ছোট্ট নদী যাদুকাটা। এক পাশে লাউরের গড়, যা প্রাচীন লাউর রাজ্যের স্মৃতি বহন করছে ভারত বাংলাদেশের [ বিস্তারিত ]