আগের পর্বের লিঙ্ক- মামাকে দেখতে যাওয়া (পর্ব-২৬) পর্ব-২৭ রন্থাম্ভোর ন্যাশনাল পার্কের অভিমুখে দ্রুত গতিতে গাড়ি ছুঁটে চলছে। গাড়িতে বসেই প্রকৃতির সৌন্দর্য ও সকালের রোদের মিষ্টতা অনুভব করছি। বিধাতার নিজ হাতে গড়া প্রকৃতি যে কাউকে আকৃষ্ট করে। আমিও মানুষ। আমারও মন আছে। ভালোবাসা আছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার লোভও আছে। আধিকারও আছে। মাঝে মাঝে মনে হয় [ বিস্তারিত ]