: বরিশাল নগরীর সাগরদীতে এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর নির্মম নির্যাতনের খড়গ চালানো হচ্ছে। সেখানকার সন্ত্রাস প্রকৃতির লাবু নামক বেপরোয়া লোকটি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রফিক উদ্দিন মুনশীর পরিবারের ওপর যতসব মেকানিজমের কারসাজি করে আসছে। সুযোগ সন্ধানী পাতি নেতা হিসাবে পরিচিত লাবু এলাকার একই বাড়ির দুই পরিবারের মধ্যে সন্ত্রাসী স্টাইলের ছক একে পথ চলছে। দখল দারিত্বের মনোভাবে [ বিস্তারিত ]